দুমাস রাতে ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে রানওয়ে

Dhaka International Airport

আগামি ২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুমাস রাতে ৫ ঘণ্টা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারকাজের জন্য বিমান চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল প্রতিরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত রানওয়ে থেকে কোনো বিমান ওঠানামা করবে না।

যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দর সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা নেয়া হয়েছে ।

কর্তৃপক্ষ আশা করছে দুমাস পর রানওয়ের সংস্কারকাজ শেষ হলে বিমানবন্দরে যাত্রী সেবার মান আরও উন্নত হবে। এ মুহূর্তে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২-এ নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যেই এ কাজ শেষ হবে। এর পরপরই শুরু হবে লাইটিং ব্যবস্থার উন্নয়ন কাজ।